আমার আকাশ থমকে যায় তোমার আকাশ পানে,
মেঘবতী মেঘালয়ে আমার খবর জানে।
সন্নিকটে রুদ্রদীপ সূর্য নাহি হাসে,
জোৎনা আমি চন্দদীপ তুবুও তোমার পাসে।
বর্ষা হাওয়ায় ফর্সা খুজি দূরের দিঘালয়ে,
তবুও আমি ভেসে আসি  গর্জনের পথ সয়ে।
সমুদ্রের উথাল ঢেউয়ে উপচে পড়া ভীড়,
তবুও আমি প্রবাহ হয়ে খুচ্ছি তোমার নীড়।
ভীড়ের হাওয়ায় নীলাদ্রি খুজি নীলিমার মাঝে,
স্বাচ্ছন্দ্যে জোৎনা আলো টিউলিপারন্য সাঝে।
মন গহীনে শিশিরের জল শীতলের মনোভাব,
নিমিওে উজার করি অনূভুতির অনুভাব।