পর্দার আড়ালে ঘোলাটে মেঘের রোল
বাহিরে কৃত্রিম শুধু জোছনা।
উজ্জ্বল আলোতে আঁধারের ছায়া নেই
ভিতরে লুকানো আমাবস্যা।
দীর্ঘ চিন্তায় করি না কোন কাজ
ক্ষীণ ভাবনায় সব বিচরণ।
নিজের অস্তিত্ব নিজের মধ্যে নেই
সর্বস্ব হতে চাই জ্ঞানী।
অর্থের দৌলতে মূর্খ জ্ঞানী
ভুল সত্যি যাহা হোক শুনতে শোনায় বানী।
সুদরাতে গেলে ভুল হয়ে যাই নির্মূল
এটাই হলো আজ জাতিকুল।