ভোরের স্নিগ্ধতাকে ম্লান করে দিলে তুমি
কত অপেক্ষার পর অনন্ত রাত্রি শেষ হোল,
শেষ হয়েও হোলনা যাতনার পরিসীমা
তবে কেন এই আলোর আগমনি ?
কেন এই প্রজ্জল্লিত শিখার ঝলকানি?
এই আলোই ত অন্ধকারের বার্তা
আমার সীমাহীন হাহাকারের শেষ না হওয়া।


পৃথিবীর সকালগুলো সত্যি হয়
তবে আমার সকালগুলো নয়,
আমার পৃথিবী তবে কোথায়?
কোথায় হারিয়ে গেল সত্যির আলোকছটা?
মায়াবি আলোর সাক্ষী হয়ে
আর কতকাল আমি দাঁড়িয়ে থাকবো?


পতন হোক এই মায়াবি ছলনার
অসত্য আলকে গ্রাস কারুক চিরসত্য আঁধার,
সত্য অন্ধকারই হোক অসত্য আলোর
প্রতিবাদের বিদীর্ণ চিৎকার।