কাকচক্ষু দীঘির জলে গুল্মলতারা চির ভাসমান
অনন্ত কালের অপেক্ষা যেন আজও অপেক্ষমাণ।


হিজলের বনে বিপন্ন পাখির হারিয়ে যাওয়া সুর
কেন অনবরত আমার কানে বেজে যায় সুমধুর?


বিরহী পানকৌড়ি কেন আজও ডুব দেয়
টলটলে বর্ণহীন মধ্য দুপুরের জলে?
ঝাঁকে ঝাঁকে সাদা বক শুভ্রতার সাক্ষী দেয়
হংসশাবকের জলকেলি দিনভর বয়ে চলে।


কত বিস্ময়কর বিমোহিত প্রকৃতির ভিন্নতর রুপ
জলে জলে জল তরঙ্গে ফুটে ওঠে সৃষ্টির সরূপ।


এ জীবন যেন প্রকৃতির অন্য আরেক অবয়ব
অপ্রিয় বাস্তবতা মুছে দেয় স্মৃতির কলরব।


শিখেছি অনেক কিছু
প্রকৃতির এই নির্মল প্রাঞ্জলতার কাছে,
ভুলেছি অনেক কিছু
তবুও কষ্ট থেকে যায় হৃদয়ের মাঝে।


হাজার বছরের এই আশ্চর্য পথ পরিক্রমায়
প্রকৃতির নির্মলতা চির অটুট আপন মহিমায়।


শাশ্বত বার্তা আমাদের দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত
এই অস্থির অশান্ত মনের অসুখ নিবারণে,
তবুও অভাগা হৃদয় তীব্র অনলে জ্বলন্ত
স্বেচ্ছায় মুক্তি পেতে চায় অন্তিম নির্বাসনে।