আমরা স্বপ্ন পুরনের কারিগর
সেই স্বপ্ন যা তোমরা লালন কর,
আমাদের কোন স্বপ্ন থাকতে নেই
তাই আমরা স্বপ্নহীন,
তোমরা তো চির স্বপ্নবাজ
তবে কোথায় তোমদের সেই স্বপ্নীল হৃদয়,
তবে কি স্বপ্নবাজরা হৃদয়হীন?
ধিক্কার দেই প্রহসনের সেই স্বপ্নকে,
স্বপ্নহীন হয়ে বেঁচে থাকব
তবু হৃদয়হীন হয়ে নয়।