এই বসন্ত বাতাসে অনন্ত প্রেমের বন্দনা
প্রতিটি পরন্ত পাতার মড়মড়ে সুরে
ভুলে গেছে জীবন, ছিল যত যন্ত্রণা।


ঝিরিঝিরি হাওয়ার শনশনে সমীরণে
কিন্নর কোকিলের আগমনী জাগরন,
সপ্নীল নীলাকাশ,সফেদ মেঘের আবরনে
সমাধি হলো বিষাদের চিহ্ন আমরন।


নির্মল জোছনা নির্লিপ্ত চাঁদের নীলাভ আলো
পথ দেখিয়েছে কোন পথহারা পথিককে,
জ্বলন্ত জোনাকির জীবন্ত জঙ্গলকে বেসেছি ভালো
জীবন হারিয়েছে তাই স্নিগ্ধ শুভ্র সকালকে।


প্রকৃতির এই অপরুপ শোভার সম্ভার
ছন্নছাড়া মনকে সাজানোর সুপ্ত বাসনা,
যদিও জানি পরাজিত নিয়তি আমার
অম্লান থাকুক তবু, সুখে থাকার সাধনা।