আমাকেই খুঁজে পাবে, নেই এমন ভরসা
যেন দূর দিগন্তের ভেসে চলা কুয়াশা।

হয়ত খুঁজে পাবে অস্তমিত সূর্যের লালিমায়
কিংবা রাতের অর্ধচন্দ্রিমার নীলিমায়।

হয়ত দেখা পাবে কোন নদীর মোহনায়
যদিও তা মিশে যাবে সাগরের সীমানায়।

কোন বন্ধুর পথের ঠিকানায় আমাকে খুঁজোনা
কেননা সেই বন্ধুরতা তোমার সইবেনা।

তোমার পথ সরল, যেখানে শুধুই মসৃণতা
আমার ভঙ্গুর পথে চাইনা তোমার বদন্যতা।

বর্ষার বারিধারায় তুমি আমায় খুঁজোনা
এ ধারা বয়ে যাবে, দিয়ে তোমায় যাতনা।

আমাকে নিখোঁজ থাকতে দাও
আমাকে বর্ষার মত ঝরতে দাও
আমাকে নদীর মত মিশে যেতে দাও,

তবেই হয়ত খুঁজে পাবে আমায়
বর্নহীন অশ্রু হয়ে ধরা দেব
তোমার গহীন চোখের কিনারায়।