নিশীথের নীলাম্বরকে দেখেছো কি দুনয়নে?
তবে কি তুমিই সেই নীলনয়না?
কালো আঁধারকে নীল হতে দেখেছি আমি
তবে আমি কোন নীলঅক্ষি নই।


আমি নই কোন নীল আকাশের ছায়া
নই আমি কোন নীল জলরাশির ঢেউ,
আমি এক নীল নষ্ট হৃদয়ের ভেলা
নিশ্চুপ নিরন্তর ভেসে চলা
খোঁজ রাখেনি কেউ আদৌ।


আমার নির্জন পথচলা যেন নিরাকার বেদনা
নেচে চলেছে তাই নশ্বর নীল বন্দনা।


তোমার নীল চাদরে ঢাকা নীলিমার নীলরেখা
নির্ভয়ে বলে চলেছে তুমিই নীলাঞ্জনা,
আমি নিভৃতে নিরবে দেখেছি সে নীলচোখ
যেন নিঃশব্দে নিমিষেই নিঃশেষ হওয়া।