বলেছিলে আঁধারের রং কালো
কিন্তু ভোরের আছে অনেক আলো,
তবে কোথায় সেই ঝলমলে শুভ্র দিন?


স্নিগ্ধ শিশিরের রং কি তা জানিনা
সবুজ ঘাসের রঙে আছে জীবনের আলো,
তবে কি শিশিরেরা বর্ণহীন?


শুনেছিলাম টলমলে জলের কোন রং নেই
কিন্তু সেখানেই খুঁজে পাই বর্ণীল জীবনকে
তবে কি জলরাশিরা রঙ্গিল শতরঙ্গি?


দেখেছিলাম রংধনুকে সপ্তরঙের সাজে
আজ কেন তাকে হারালাম চিরতরে?
বহমান কালোমেঘের প্রতিটি ভাঁজে।


জেনেছিলাম যতই দীর্ঘ হোক
শেষ হবে এ আঁধার রজনী,
সকল কালিমাকে পেছনে ফেলে
সমস্ত গ্লানির হবে চির যবনি।


আজ কেন সব প্রতিশ্রুতি ম্লান হল
কেন অদৃশ্য হল চিরসত্য আলো?


তবে কোন দক্ষিণা হাওয়া আমায় পথ দেখাবে
কেই বা সঙ্গী হবে এই চির পথচলার?
জীবন যেন এক নাবিকহীন জাহাজ
মহাসমুদ্রের মাঝে চির একাকী আমি,
আঁচরে পরা ঢেউয়ের মহা সমাহার।