পাখি উড়ে যায় রেখে যায় ঝরা পালক
আজও ভুলিনি আমি সর্বনাশের প্রথম ঝলক।


কথা ছিল স্নিগ্ধতার আবেশে অভিভূত হবো
মাতাল হাওয়ায় ভেসে যাব সুখের তাণ্ডবে,
ভেবেছিলাম সাফল্যের শিখরে পৌঁছে যাব
কত রঙিন স্বপ্নের বুনন মিথ্যে পরাবাস্তবে।


ভুল নামক ফুলের অপরূপ সাজে
সাজিয়েছিলাম জীবনের বাসর,
তাইতো প্রতিদানে পেয়েছি যাতনা
নিষ্ঠুর বাস্তবতার নির্মম কামড়।


নীরবে নিঃশব্দে জয়ী হতে আসিনি
প্রকাশ্যে পরাজিত হতে চাই হাসিমুখে,
ভাগ্যের পরিহাস যদিও অবজ্ঞা করিনি
তবুও সমস্ত দায়ভার সপে দিলাম
নিজ কর্মের ফলাফলের কাছে।


আক্ষেপ নেই কোন কিছুই
যদিও সুযোগ নেই ফিরে তাকানোর,
আমার গল্পটা আমার মতই
অনেক কিছুই ছিল বলার
অনেক কিছু লুকানোর।