একটি কাঙ্ক্ষিত গন্তব্যের আশায় ছুটে চলেছি
যদিও আদৌ জানিনা সেই অচিন ঠিকানা,

এক নিরুদ্দেশ যাত্রার অদ্ভুত নেশায় মেতেছি
থেমে যেতে তবুও মন সাড়া দেয় না।

একান্ত নিজস্বতায় ঘেরা এই দীর্ঘ ভ্রমনে
নিঃসঙ্গতাকে করেছি চির আপন সঙ্গী,

এক সুপ্ত নিরবতার ছোঁয়া আমার চালচলনে
চির সাক্ষী হলো পরিবর্তিত দৃষ্টিভঙ্গী।

ঝর্নার টলমল স্নিগ্ধ জলে অবগাহনের লোভে
পাড়ি দিলাম কত উষ্ণ বালুময় সীমানা,

সৃতির ভগ্নাংশে কিছুই পায়নি ভেবে ভেবে
মরীচিকা হয়ে ধরা দিলো গুপ্ত মনবাসনা।

জানি বিরূপ ভাগ্য আমার
পাবেনা খুঁজে সুখের সবুজ আস্তানা,

আমরন এই নিরন্তর পথচলা আমার
পাষাণ পৃথিবীর কাছে চাইনা কোন সান্ত্বনা।