ফাগুনের জ্বলজ্বলে অপরূপ জোছনায়
ধূসর দীঘির জলে সৌন্দর্যের বারাবারি,
এ যেন এক বিলুপ্ত বনভূমি গল্পকথা
যেন এক পরাজিত আত্মার আহাজারি।

যখন আগমন ঘটেছিল
এই আলোকিত ভুবনে,
কত মুগ্ধতা ছড়িয়ে ছিল
ঝলমলে বর্ণীল আয়োজনে।

হায় অন্ধকার...কেন লুকিয়ে ছিলে ?
কত সম্ভাবনাময় আলোর আড়ালে।

আমার অবাধ বিচরনের পথে বাধা হতে
কেউ অপেক্ষা করেনি, কালক্ষেপণ করেনি
একটি বারও চিন্তা করেনি
এতটুকু মায়া প্রদর্শিত হয়নি।

কেননা আমি ছিলাম মায়াবেষ্টিত
ভালোবাসার ছলনায় শৃঙ্খলাবব্ধ।

একি ভালোবাসা নাকি মায়ার পিছুটান
যেন চির সুখের অন্তিম বলিদান।

আমি পরাজিত হতে এসেছি
তোমাদের জিতিয়ে দেবো বলে,
যন্ত্রণার আগুন বুকে চেপে রেখেছি
তোমাদেরকে সুখের সাগরে ভাসাবো বলে।

বিন্দু বিন্দু কষ্টের বিনিময়ে অর্জিত
অর্থহীন দিনগুলো উৎসর্গ করবো
তোমাদের মহামূল্যবান পদ-চরণে।

প্রতিনিয়ত যুদ্ধ করে গেছি ......
নিজের ছায়ার সাথে
মিথ্যে মায়ার সাথে
নিজের অস্তিত্বের সাথে
শুধুই তোমাদের বিজয়ী করবো বলে।

কেউ খোঁজ রাখেনি এই যুদ্ধাহত সত্ত্বাকে
ভুলে গিয়েছ আমাকে পরম যতনে
ভালোবাসার অপরিসীম প্রতিদানে।

ভালো থেকো তোমরা.........
ডুবে থেকো অবিরাম সুখের সাগরে
আমাকে না হয় খুঁজে নিও
বিপন্ন ধ্রুবতারা আড়ালে......
কিংবা অমাবস্যার আঁধারের কোলে।