বৃষ্টির ফোঁটা কপাল বেয়ে
মিশে যায় বিবর্ণ অশ্রুজলে।
চোখের কোনে জমে থাকা বিন্দু বিন্দু জল
সময়ের ব্যবধান হারিয়েছে আস্থা অবিচল।


অবারিত বর্ষণের তোড়ে নিশ্চিহ্ন হলো
হৃদয় নিংড়ানো স্বচ্ছ অশ্রুধারা,
তবে কি প্রকৃতির কাছে নিতান্তই
অবহেলিত বিবাগী ভাগ্যহারা ?


লক্ষ কোটি তারার ভীড়ে
কেউ কি আছে বিপন্ন তারার খোঁজে?
হাজারো সুগন্ধি ফুলের মাঝে
গন্ধহীন বন ফুলেরা থুবড়ে পড়ে
বেমানান এলোমেলো সাজে।


আমি এক উপেক্ষিত হৃদয়
হারিয়েছি সব পিছুটানের মায়া,
আমার বিরহগাঁথা যেন এক বেদনার বিস্ময়
চিরসঙ্গী হয়ে রবে কলঙ্কের কালো ছায়া।


এই ব্যার্থ সত্ত্বা একদিন নিশ্চিহ্ন হবে
পরিবর্তিত নিষ্ঠুর কালের বিবর্তনে,
সমস্ত সফলতা ব্যার্থতা মিশে হবে একাকার
নিয়তির সুনির্ধারিত আবর্তনে।


যদিও সেই ধ্বংসের মিছিলে
সামিল হবে বহু সার্থক সুধীজন,
অন্তিম পথের পথিক হবো সবাই
মুছে যাবে ইহকালের মনগড়া বিভাজন।