স্নিগ্ধ ভোরের উষ্ণ পবিত্র আলোর ছোঁয়ায়
সুচনা হতে পারতো কোন সুখময় জীবনের,  


পূর্ণিমার পূর্ণ চাঁদের নির্মল নীলিমার দোলায়
সমাপ্ত হতে পারতো কোন বর্ণীল অধ্যায়ের।


চেয়েছিলাম আমি সফলতার সাগরে
অবগাহনের শীতল সিক্ততা,
চিনেছিলাম নিজেকে তাই ভুলে গিয়ে
অবহেলার নির্মম তিক্ততা ।


স্বার্থপরতার ইস্পাতসম কঠিন পাহাড়কে
চুরমার করেছি জানিনা কতবার,
বিনিময়ে কেবল আত্মসন্মানের আঘাতে
ছিন্ন ভিন্ন হয়েছি নিঃশব্দে বারবার।


ক্ষত বিক্ষত উদ্বাস্তু ফেরারী মন
খুঁজে বেড়ায় আপন আশ্রয়,
বেঁচে থাকতে চাওয়া যদি হয় অপরাধ
তবে তো আমি করেছি মস্ত অন্যায়।


মহাসাগরের জলরাশির বিশালতার কাছে
জানি আমার চোখের জলবিন্দু অনুপাতহীন,


তবুও হৃদয়ের লুকানো ব্যাথার মাঝে
বয়ে যায় শত সমুদ্রের স্রোত বিরামহীন।


বিরহী সমুদ্রতটে ভেসে আসা সৃতির মৃতদেহ
যেন চিৎকার করে করে বলতে চায়,
জীবন শুধুই এক মিথ্যে মায়ার মোহ ।