আমি মেনে নিয়েছি
অপরুপ চাঁদের বুকে কুৎসিত কলঙ্করেখা
তবু মেনে নিতে পারিনি,
বিশ্বাসের আড়ালে লুকানো ঘাতকের দেখা।


আমি সহ্য করে গিয়েছি
তপ্ত মরুভুমির বুকে তৃষ্ণার্তের আহাজারি
তবুও সহ্য করতে পারিনি
ভালোবাসার নামে লৌকিকতার বারাবারি।


আমি প্রতিবাদ করিনি কখনও
দেখেছি অনিয়মের চাদরে ঢাকা বাস্তবতা,
তবু চুপ থাকতে পারিনি আজও
ধিক্কার দেই মিথ্যে অপবাদের বর্বরতা।


আমি আজন্ম দেখে এসেছি
স্বপ্নগুলো ধুকে ধুকে শেষ হওয়া,
তবুও জানিনা কেন ভালবেসেছি
ঐ দুঃস্বপ্নের কোলে বিলীন হয়ে যাওয়া।


চির যৌক্তিক আত্মসত্ত্বা যেন আজ হুমকির মুখে
সর্বনাশা কৃষ্ণকাজল কেন আজ আমার চোখে?


কেন ধিকি ধিকি জ্বলছে আগুন
হৃদয়ের প্রতিটি কোনায় কোনায়?
কেন সপ্ন আর বাসা বাঁধেনা
অনাগত অপ্রাপ্য সুখের আশায়?


তবে কি ভাগ্যাকাশের সূর্য আজ অস্তাচলে?
আসন্ন অন্ধকার ঢোলে পড়ে মরনের কোলে।