নিরন্তর নিঃশব্দে ছুটে চলার এই নিয়ম
যেন আমার অস্তিত্বের সাথে মিশে আছে,
নীরবতার নিবিড় আলিঙ্গনে আসক্ত আমি
পরাজিত হলাম অযৌক্তিক আবেগের কাছে।


জানিনা কেন খুঁজিনি আমি
জনাকীর্ণতার মাঝে আমর আপন জনকে
তবে কি কেউ ছিল না আপন?
মিথ্যে সান্ত্বনা দেই এই অবুঝ মনকে।


জীবনের শুভযাত্রা ছিল এক স্বপ্নের সূচনা
কত মসৃণ ছিল সেই সুখময় পথচলা,
নিষ্ঠুর সময়ের ব্যবধানে বেড়েছে যাতনা
ব্যর্থতার বর্ণনায় অনেক কিছুই হইনি বলা।


অস্থির আবেগ কেড়ে নিয়েছে সফলতার সম্ভাবনা
তাই আজ আমি এক মূল্যহীন ফানুস,
আত্মশুদ্ধির দংশনে কত যে ভয়ঙ্কর যন্ত্রণা
কি করে তা বুঝবে এক আবেগী ঘুমন্ত মানুষ।