আজ না হয় বিষাদের গল্পগুলো, অতলে তলিয়ে থাক
মনের আকাশে উড়তে থাকুক শুভ্র বকপক্ষী,


কত অনন্ত পথ পাড়ি দিলাম ভেবে হই অবাক
ঐ ধুসর ধ্রুবতারা হয়ে রবে, আমার বিরহের সাক্ষী।


গগনের নীরব তারাগুলো কত কিছুই না বলতে চায়
জীবনের এতোগুলো বছরেও তা শোনা হোল না,


কত অজানা ব্যাথায় আমি ব্যাথিত হলাম হায় !
আক্ষেপের কথাগুলো হয়তো আর বলা হোল না


জীবন সেজেছিলো যেন স্নিগ্ধ প্রভাতের উষ্ণ পরশে
ভেবেছিলাম আমার স্থান হবে চির সুখীদের দলে,


তিমির নিশীথের কালো আঘাত এলো চোখের নিমিষে
ভেসে গেলো এ হৃদয় বর্ণহীন বিমূর্ত অশ্রুজলে।


জানি লেখা হয়েছিলো বিষাদের হরফে, আমার নিয়তি
তাই চিরতরে ভুলে গেছি অভিযোগের ভাষা,


কোন মিথ্যে মায়ায় ডেকোনা আমায়, এই অন্তিম মিনতি
ভুলে যেও অবহেলিত সৃতিগুলোকে,যেন এক ভ্রান্ত ভালোবাসা।