আমি চলে যেতে চাই
সেই মানবহীন মরুপ্রান্তরে,
আমি ভেসে যেতে চাই
ঐ কুলহীন নীল সাগরে।


আমি হারিয়ে যেতে চাই
সেই ঠিকানাহীন গহীন বনে
  
আমি মিশে যেতে চাই
কোন ত্রিনদীর গুপ্ত মোহনাতে।


আমি উড়ে যেতে চাই
ঐ অসীম নীলাম্বরে,
আমি অদৃশ্য হতে চাই
ঐ লক্ষ তারার কোটরে।


আমাকে হারিয়ে যেতে দাও
ফেরানো যাবেনা কোন পিছুটানে
আমাকে উড়ে যেতে দাও
মিথ্যে মন্ত্রনা দিওনা কানে কানে।


উড়তে উড়তে আর হারাতে হারাতে
হয়ত খুঁজে পাব আমি অজানাকে।


ভালবাসাহীন হৃদয় মরুভুমির সমান
তাই আমি মরূদ্যানে বন্দী
বন্ধনহীন বাঁধনের মিথ্যে বেড়াজাল
কভু করেনি হৃদয়ের সাথে সন্ধি।


আমি যেতে চাই উড়ে উড়ে, ভেসে ভেসে
তোমার পদচিহ্ন কে পেছনে ফেলে,
নষ্ট হৃদয়ের ভ্রষ্ট ভালবাসার মায়া ছেড়ে
হারিয়ে যেতে চাই আমি চিরতরে
ঐ নীলিমার নিঃশচুপ নীল বাসরে।