আমার শব্দগুলো শুধুই চলমান যন্ত্রণার বাহক
কোন বিষণ্ণ কাব্যগ্রন্থের রচয়িতা তারা নয়,


এই অচেনা হৃদয়ের চিরচেনা কত কষ্টের কথন
মহাকাব্যের রূপে সহস্র শব্দের ভাণ্ডার হয়ে রয়।


তিমিরের তিলোত্তমা কেন ত্যাগ করেছে আমায় জানিনা
তিরস্কারের তীক্ষ্ণ উপহার যেন নিয়তির পরম পাওনা।


আঁধারের চাদরে লুকানো কি যায় অম্লান তারাদের চিত্র?
চির প্রজ্বলিত প্রকাশিত থাকে স্বীয় সৌভাগ্যের বদৌলতে,


অসংখ্য আলোর মিছিলে চির উপেক্ষিত বিপন্ন নক্ষত্র
হারিয়ে যায় কালো নিয়তির নিষ্ঠুর কষাঘাতে।


অসীম অন্তরীক্ষে কত অনিন্দ্য নীহারিকার বর্ণীল আয়োজন
উজ্জ্বলতার ভিড়ে বিলুপ্ত তারাদের তালিকা তাই নগণ্য অতি,


আমার অপরিবর্তনীয় নিয়তির কিছু একান্ত প্রয়োজন
যদি প্রাপ্তির সীমা অতিক্রম করে তবে কি ই বা ক্ষতি?


এই মহাশূন্যতার মাঝে হয়তো আমার অস্তিত্ব অর্থহীন
তবুও দ্বিধাহীন শব্দগুলো আপন অবকাশে দ্যার্থহীন ।


জানি একদিন পূর্ণতার হাহাকারে স্তব্ধ হবে শূন্যতার ভুবন
আমার চিরাচরিত মর্মবাণী সেতো তোমাদেরই অপ্রিয় ভূষণ।