বিপন্ন বালুচর কি আমার আশ্রয় হতে পারে?
নিজ অস্তিত্বের টানাপোড়নে বড্ড বেসামাল,
পথহারা পাখি ফিরে আসবে কি আপন নীড়ে?
হারানো ঠিকানার খোঁজে হয়েছে টালমাতাল।


দিশেহারা দিকহারা দৃষ্টির সীমানা উপেক্ষা করা
দিনশেষে নিজেকে খুঁজে পাই একান্ত আত্মহারা।


সুখের সোনালী দিনগুলো কোথায় যেন হারালো
তবে কি কোন নতুন ভালোবাসার বিনিয়োগ?
কত অদৃশ্য দুর্লভ সৃতি দু হাত বাড়ালো
এই বুঝি মিলে গেলো জীবনের যোগবিয়োগ।


অঙ্ক মিলে যায় গাণিতিক নির্ভুল নিয়মে
যদিও সান্ত্বনা থেকে যায় অবশিষ্টে
গুণফল ভাগফল যোগফলের যোগবিয়োগে
বেঁচে থাকি তাই শুধু অস্তিত্বের পরিশিষ্টে।


এক নিষ্ঠুর সময়ের কবলে আমাদের পৃথিবী
প্রতিটি জনপদ কেঁদে ওঠে দুর্ভিক্ষের হাহাকারে,
এই অস্থির অস্তিত্বের অবসান তাই হৃদয়ের দাবি
অশান্ত আত্মা শান্ত হতে চায়...নিঃশব্দে...চিরতরে।