এক পশলা বৃষ্টির মত
ভেসে যায় আমার অভিমান
কান্নার রুপে অব্যাক্ত ব্যথা যত
ব্যার্থ হয় ভালো থাকার সব অভিযান।


নিশীথের অন্ধকারে শীতের তীব্রতায়
যেন বহু বছর শুয়েছিলাম আমি
বিদগ্ধ সৃতিমাখা তুরাগের তীরে।


যেন শুয়েছিলাম আমি
শত ব্যাথাকে অগ্রাহ্য করে
কত কষ্টকে আপন করে
ঘুমিয়েছিলাম এক বিপন্ন বিভোরে।


স্বপ্ন দৃশ্যের মত ভেসে আসছিলো
বহু পুরনো আর্তনাদের শব্দ
একদল হায়নার বন্য চিৎকার
যেন স্বপ্নেও আঘাত করে বারবার।


হয়ত একদিন জেগে উঠবো আমি
কোন এক অনাকাঙ্ক্ষিত ধূসর ভোরে
চোখ মেলে তাকাবো অতিদূর ধীরে ধীরে
হয়তো তুরাগ কিংবা কীর্তনখোলার তীরে।


হয়তো আর আসবো না ফিরে
তোমাদের মায়াছন্ন ভালোবাসার শহরে
বিষাক্ত দূষিত হৃদয়ের দূষণ ছড়াতে
ফিরবো না আমি আর আমার চেনা নগরে।