সূচনা লগ্নের সূর্যোদয় যেন সমস্ত দিনের অগ্রিম আভাস
গোধূলি লগ্নে পশ্চিমের আকাশ কেন আমায় করেছে নিরাশ ?


বৃষ্টির বিরহী ধারা ঝরে পড়ে গোপন বার্তা নিয়ে
আঁধারের জোনাকিরা উড়ে যায় উড়ন্ত ব্যথা দিয়ে।


কেমন ছিল সেই দুরন্ত পথের দুঃস্বপ্নময় ভ্রমন ?
যেখানে আমার সঙ্গী হয়েছিল আমারই আপন ছায়া,


কেমন হতে পারে এক আজব অদ্ভুত যুদ্ধের শমন
যেখানে প্রতিপক্ষ হবে আমারই অবিশ্বাসী কায়া?


হৃদয় ভাঙ্গার খেলায় আনন্দে মেতেছি আমরা,
অন্তিম ঘণ্টার কম্পনে তাই নেই কোন সাড়া।


চির আঁধারের বুকে হারিয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত
যেন এক ডুবন্ত নাবিকের অতীত স্মৃতিচারণ,


তবুও নীরব ঘাতক কেন আজ বিমূর্ত
কিসের অপেক্ষায় তোমার এমন অস্থির আচরণ?


আমি নিরীহ নাবিকের মত নীরবে নিঃশেষ হতে চাই না
প্রতিটি ঢেউয়ে ঢেউয়ে রটিয়ে দেবো অন্যায়ের বার্তা,


আমার পরাজয়ের কোন মহাকাব্য রচিত হবে না
চির অম্লান হয়ে রবে অব্যাহত এই যুদ্ধের রথযাত্রা।