আবারো বইবে সু সময়ের বাতাস
স্নিগ্ধ সুমধুর সমীরণের সুরে,
আবারো ফিরে আসবে ফুলেল ফাগুন
নিভে যাবে সব হতাশার আগুন।
অপার বঞ্চনা যন্ত্রণা আর গ্লানি সহ্য করে
আমার অদৃষ্টের নির্দিষ্ট প্রাপ্তির পথে...
এগিয়ে চলেছি ধীরে ধীরে ।
আমাকে খুঁজে পাবে তোমরা পরিবর্তিত রূপে
হয়তো কষ্টদায়ক রূপান্তরিত স্বভাবে
কিংবা খুঁজে নেবে ভালোবাসার টানে।
অবাঞ্ছিত অস্থিরতা বিরাজ করেছিল
সকল সুন্দর সম্পর্ক গুলোতে,
স্থিরতা ধরে রাখতে অনেক কেঁদেছি
বহুবার বিসর্জন দিয়েছি নিজের সত্তাকে।
তবুও তোমরা পরিবর্তনকে পছন্দ করলে না
সম্পর্কের সংঘাতে জর্জরিত করলে আমাকে।
তবে পূর্ণ হোক তোমাদের এই ঘৃণ্য চাওয়া
চির অশান্তিতে নিমজ্জিত থাকো তোমরা,
জেদের মুকুট পরিয়ে দিও দুর্ভাগ্যের শিহরে।
আমি অপেক্ষমান......পথ চেয়ে আছি
আমি বিশ্বাসী......বিশ্বাস করতে ভালোবাসি।
সু-সময় আসবেই......ভুল ভাঙ্গবেই
গন্তব্য ভুল ছিল.........পথিক তা বুঝবেই,
হয়তো প্রকাশ্যে না হয় গোপনে
হয়তো ভালোবাসায় না হয় ঘৃণায়
হয়তো আঁধারে না হয় আলোতে।
বুঝতে তোমাদের কে হবেই...........
হয়তো দুনিয়াতে না হয় পরকালে।