পদদলিত নরম ঘাসের করুণ কান্না
শিশিরের রুপে এই হৃদয়ের নদে,
যেন অবিরত উত্তাল ঢেউয়ের বন্যা।


ধাতব পাহাড়ের সুপ্ত সিক্ত ব্যাথা
ঝোরে পড়ে নির্মল ঝর্না ধারায়,
মনবাসনার তীব্র বিরহের গাঁথা
থুবড়ে পড়ে আনাড়ি কবিতার খাতায়।


এক নির্বিঘ্ন নির্বাসিত জীবনের পরছায়া
যেন আদিম অকৃত্তিম ভালোবাসার শমন,
ঐ নিশ্ছুপ নীলিমার নীল বলরেখায়
রচিত হোল আমার কষ্টের কতকথন।


চির চাকচিক্যময় চাঁদের লুকোচুরি খেলা
এই ভ্রষ্ট হৃদয়কে দিয়েছে কুমন্ত্রনা,
শত জনমের বিষাদময় বেদনার ভেলা
অনন্ত বয়ে চলা মোর যন্ত্রণার বন্দনা।