ফিরে এসো মন ঐ সুন্দর সকালে
ভুলে যেও নিশিথের তিমির গ্লানিকে,
যতই দীর্ঘ হোক সে যাতনা
জেনো শীঘ্রই ফুটবে সত্য আলোকছটা।

যেওনা মন তুমি আমায় ছেড়ে
ফিরে এসো তুমি জীবনের কোলে,
ডাক দিয়ে যাই তোমায় আমি
সকল কালিমা পেছনে ফেলে।

তবে কেন আর দূরে সরে থাকা
কেন আলোর হাতছানির বাঁকা হাসি?
বল আকাশের পানে চিৎকার করে
মন শুধু তোমায় ভালোবাসি।

ভালোবেসেই ভরে দেবো মনের কিনারা
তবেই খুঁজে পাবে জীবনের ইশারা।

জানি এ পথ পাপের পঙ্কিলতায় পথহারা
তবুও ভালোবাসার বিরামহীন বর্ষণে
বইবে পুণ্য পবিত্র  স্রোতধারা।

সে ধারায় ভেসে যাব দুজন
হারাবো সুখের মধুমিলনে,
মন তুমি আজ শুধুই আমার
শুস্বাগতম এই অন্তহীন বাঁধনে।