জ্যোৎস্না তুমি আমার সাথী,
আমার নাই আরতো কেউ;
তুমি আমার ঘুমের বাতি,
ঘুম পাড়ানি গল্প কও।
.
দিনে তুমি লুকিয়ে থাকো
রাত্রিতে দাও দেখা,
সবাই যখন ঘুমিয়ে থাকে
তুমি হাসো একা!
.
জ্যোৎস্না তোমার হলদে গায়ে
কালো রঙ্গের শাড়ি;
চোখের পাতায় নদীর ঝিলিক,
হৃদয়টা নাও কাড়ি।
.
জ্যোৎস্না তুমি সূর্য থেকে
চঁদের বুকে আসো;
সেখান থেকে কেমন করে
আমায় ভালোবাসো?