সে আসবে, সে আসবে একদিন
আমি জানি সে আসবে,
চৈত্র কিংবা জ্যেষ্ঠে সে আসবে
সে আসবে আষাঢ় নয়তো শ্রাবণে
বৃষ্টি ভেজা বর্ষার দিনে।


সে আসবে কাশফুল নিয়ে ভাদ্র কিংবা আশ্বিনে
নয়তো কৃষকের হাসির দিনে কার্তিক ও অগ্রহায়ণে।
সে আসবে, সে আসবে একদিন
আমি জানি সে আসবে,
সেদিন হয়তো আমি থাকবোনা বসন্তের সমারোহে
যেদিন সে আসবে হয়তো আর লিখবোনা কবিতা।
সেদিন আর দুচোখ মিলে দেখবোনা তারে,
সে  ফুল নাকি অশ্রু নিয়ে দেখিতে আসিয়াছে মোরে,
সে আসবে, সে একদিন ঠিকি আসবে।
হয়তো কালবৈশাখীর মতো না হয়; উষ্ণ শীতে চাদর গায়ে।
তবুও সে আসুক, একটু বসুক আমার আগড়বাতির ঘ্রানে।।