ভুল পথে হাঁটিবার তরে চেয়েছিলাম যাহারে;
সে কহিলো পাপ করেছি আমি একা চেয়ে তাহারে।
মরিবার স্বাদ জেগেছিলো মোর, ফিরিয়া আনিলো এক আফগান রমনি;
নীল খানি চোখ তার চেহেরা আলোর ঝলকানি।


মুখ ফুটে বলিবার চাহিয়া পারিনি বলিতে
আপন যদি না করে সে বাঁচিয়া রহিতে;
বেলা -অবেলায় শ্বশানতলে মুখ থুবরে কাঁদি
এই বুঝি কেউ এসে বলিবে ;এসো সখা দুজনে এক সাথে বাঁচি।।


হাজারো দেনা পাওনার ভীরে আমি এক ক্ষুদ্র প্রান!
আমারে চিনে নিওগো সখী তোমাতে চির অম্লান।
সাজের বেলায় ফিরিবার চাহিয়া পথ নাহি পাই,
বুড়ো শালিকের ঘাড়ে বসে পথ পাড়ি দেবার চাই।


ভুল করেও যদি গো সখি ; আমার পথে এসো
তুলে নিও মাটি খানি, একবার গন্ধটুকু নিও!
সৌরভের গন্ধ না পেলেও পাবে ওই পচা দেহের শ্বাস;
বাড়ি নিয়ে যাইও আমায়,তুমিই  আমার অভ্যাস।।