চির সবুজ বাংলায়,হিংস্র হায়েনার হামলায়।
দিশাহারা হয়ে যাই,চোখে অশ্রু বাঁধ মানে নাই।
পুকুর ভরা ছিলো মাছ,পাক বাহিনী করলো গ্রাস।
গোয়াল ভরা দামুর,জবাই করে দিন দুপুর।
সোনার ফসল মাঠে,রাজাকার লয়ে যায় কাটে।
নেতার হাতে শৃঙ্খল,ক্ষোপে তাপে বাঙ্গালী পাগল।
আসমানে যত তারা,দুর থেকে জানায় ইশারা।
বদ্ধ মুষ্ঠি অঙ্গীকার,দেশে থাকবে না হানাদার।
জোনাকী মশাল জ্বেলে,বীর মুক্তি যোদ্ধা দলে দলে।
ঘরে ঘরে দুর্গ গড়ে,বাঙ্কারে বাঙ্কারে যুদ্ধ করে।
পদ্মা মেঘনার জল,নয় মাস ধরে রক্ত লাল।
বৃক্ষে ফুটে লাখো ফুল,রক্তখেকু হায়েনা বিফল।
কলকল রবে নদী,মাঝির নৌকা চলে নিরবধি।
শীত বসন্ত সকাল,বাঙ্গালী আনন্দে বিহব্বল।
পাখি কণ্ঠে পল্লী গান,গগনে রক্ত লাল নিশান।
বাঙালী স্বাধীন আজ,মুজিব শিরে সোনার তাজ।