দাদা দাদীর মৃত্যু হলো,চোখের সামনে,
স্বস্নেহে বুকে রাখতো,ভিষণ যতনে ।
শৈশবে পিতা মরলো,হলাম আমি রিক্ত,
নয়ন যোগল সিক্ত,মনঃ প্রাণ তিক্ত।
হায়রে! সর্বনাশা মৃত্যু,মিটিলনা সাধ,
ক্ষনিকেই কাঙ্গাল হয়ে,কাঁদি দিন-রাত।
পাড়া পরশী রাক্ষসী,হাঁউ মাঁউ খাঁউ,
বুকের মাঝে আগুন,জ্বলে দাউ-দাউ।
অনাহার অনিদ্রাতে,দেহ অস্থিসার,
দুঃখ ব্যথা সাথী হলো,বুকটা হাহাকার।
মৃত্যু মানে বিষাদময়,করুণ কাহিনী ,
অশ্রু জলে ভেঁসে চলে,জীবন তরনী।
মা শুধু দুঃখের ভাগী,সবাই হলো পর,
স্বামী শোকে মা মরলো,কে দিবে কবর?