হোসেনের শিরোচ্ছেদ,দাস্ত কারবালা,
হায় হোসেন!হায় হোসেন!!কারবালা!!!


মদিনার স্বর্ণ  সিংহাসন,
সুন্দরী জয়নাবের কারণ,
পাষাণ এজিদ হয় অশান্ত উতলা।


তৃষ্ণা কাতর ঈমাম হাসান,
জায়েদা করায় বিষ পান,
কুটনী বুড়ি ময়মনার নিষ্ঠুর খেলা।


লোভী আব্দুল জোব্বার,
লেভে হারায় স্ত্রী সংসার,
মনের মাঝে তার আখেরী জ্বালা।


বাদশাহ জিয়াদের চক্রান্ত,
মন্ত্রী মারোয়ানের কু-মন্ত্র,
ঈমাম হোসেন গেলেন কারবালা।


এক বিন্দু পানির কারণ,
ফরিয়াদ করেন হোসেন,
বুকে তাঁর ভীষণ পিপাসার জ্বালা।


ঈমাম হোসেনের পরিবার,
তৃষ্ণায় ছিলো দারুন কাতর,
পানি পেলো না হায় এক পিয়ালা।


ইমাম হোসেনের শির,
কাটিলো পাষাণ সীমার,
হায় হোসেন! প্রতিধ্বণী সারা বেলা।


এজিদ জ্বলে অগ্নি কুণ্ডে,
সীমার মরলো শূল দণ্ডে,
মারওয়ানের বুকে জ্বলে আগুনের গোলা।