আঁখি দুটি চঞ্চলা হায়! ফাঁকা কাননে,
নিশা লাগে  হৃদয় মাঝে, দেখি স্বপনে।
স্বপ্ন ঘেরা জীবনে তাই! জাগে কামনা
মনে প্রাণে প্রেমের বন্যা, বুকে বাসনা।
এক সাথে থাকতে চাই, দিন রজনী,
স্বপ্ন নীড় সুখের হবে,স্নিগ্ধ অবনী।
কল্প কথা গল্পের সুরে, অল্প সময়ে,
ভেঁসে চলে জীবন নদী, মৃদু মলয়ে।
বুকে নিয়ে প্রদীপ শীখা, চোখে চশমা
পাখি হয়ে উড়াল দিবো, ওগো চন্দ্রিমা।
ছোট্ট নীড়ে রইবো মিলে, দ্বন্দ্ব রবেনা,
কাঁথা ছাড়া শীতের রাতে, ঘুম আসেনা।
কণ্ঠে পড়ে মুক্তার মালা, পায়ে ঝুমকা
নাচে গানে মূখর রেখো, ওগো নায়িকা।