পর স্বার্থে করি কাজ ;স্ব স্বার্থে তো নয়,
ত্যাগের মহিমা ছড়ালে; চির শান্তি হয়।
বিশ্ব মাঝে সত্য সুন্দর; মানুষ মহান.
জ্ঞান সাধনা স্বেচ্ছা শ্রমে; নতুন উদ্ভাবন।
কল-কব্জা যান বাহন; তৈরি করে যারা,
কল্যাণ মুলক কাজে; অমর হয় তারা।
অধ্যবসায় গবেষণা; নতুন আবিষ্কার,
বিশ্বের মানুষ ধন্য; সব ক্ষেত্রে সংস্কার।
জীব-জন্তু বৃক্ষ-তরুর; ব্যাধি নিরাময়,
জগতে এ অবদান; তুচ্ছ পুচ্ছ নয়।
ভূ-গর্ভে মুক্তা মানিক; করছে আহরণ,
বিজ্ঞানী মহামানব; ত্যাগী নিষ্টাবান।
চিত্র জগৎ বেতার যন্ত্র; চিত্ত বিনোদন,
মেধাপূর্ণ এ প্রযুক্তি; হলো বাস্তবায়ন।
জড় পদার্থে নির্মিত; অত্যাধুনিক যন্ত্র,
কথা বলে শূন্যে উড়ে; যেন যাদু মন্ত্র।
বিদ্যুৎ ইথার রোবট ;আবিষ্কার করে,
উন্নয়নে পৃথিবীটা; দিলো তারা ভরে।
সুইচ টিপে এক পলকে; অসাধ্য সাধন,
ত্রি-ভূবন নখদর্পণ; ত্যাগীর অবদান।


অভিযাত্রিক-২০২৪