ভালো ছেলের সাদা ভূষণ.
মেনে চলে শাসন বারণ।
সৎ কাজে কয় সত্য কথা,
মনে নাই তার দুঃখ ব্যথা।
গুরু জনে করে ভক্তি শ্রদ্ধা,
মান অভিমান নাহি স্পর্ধা।
শিক্ষা দিক্ষায় প্রথম স্থান,
দেশ বিদেশে তার সুনাম।
অলস নয় ব্যস্ত জীবন,
কাজের মাঝেই সর্বক্ষণ।
নতুন আশা রঙিন স্বপ্ন,
গবেষণায় রাত দিন মগ্ন।
দশের স্বার্থে বিলায় শ্রম,
মনে তাহার স্বদেশ প্রেম।
ছেলে যেন সোনার হরিণ,
চিন্তা চেতনা মুক্ত স্বাধীন।
এমন ছেলে দেশের রতন,
যার ছেলে সেই করি যতন।