বৃদ্ধরা নয় তো কভূ, সামাজিক বোঝা,
জীবন চলার রাস্তা, ছিলো অতি সোজা।
ওরা কেউ বাবা দাদা, কেউ কারো নানা,
ভক্তি শ্রদ্ধা করি সবাই,দেই প্রণোদনা।
স্বাধীনতা নিতে গিয়ে,পেয়েছে যন্ত্রনা,
নির্মম নির্যাতন করে,সৈনিক হায়েনা।
ছিলো সেই দিন অতি,কষ্টের জীবন,
কেউ হারায় ঘর-বাড়ি,কেউবা সন্তান।
মুক্তি সেনা হতে গিয়ে,দু’পা হয় পঙ্গু,
সর্বহারা নিঃস্ব আজ,নাই কোন সঙ্গ।
উৎসর্গ করে জীবন, পেলো স্বাধীনতা,
দুঃখ কষ্ট আছে মনে, বুক ভরা ব্যথা।
অবঙ্গা করি না কেউ,করবো সম্মান,
কুটক্তি না করি কেউ,জানাবো সালাম।  
আমি তুমি বৃদ্ধ  হবো, সে দিন সামনে,
চির সত্য বাণী রাখি, মরমে স্মরণে।