সাগর ভরা পানি
কোমরে আছে জানি,
জোয়ার আসে যখন
বাঁধ মানে না তখন।
স্রোত ধারা বয়
উজান পান্সী নায়,
অন্ধ বোবা হই
ভবে কলঙ্ক হয়।
কালীমা ছড়ায়
স্নান করতে যাই,
পুতঃ পবিত্র হই
পাপী আমি নই।
তরুণীর তারুন্য
গভীর সে অরণ্য,
জ্ঞান গরীমা শূণ্য
আমি সার্থক ধন্য।