প্রেমের স্পন্দন
প্রেমের প্রথম  উপহার,এক গাল হাঁসি,
লেকের পাশে দেখে আমি,হলাম উদাসী।
তোমার হাঁসি পড়ালো ফাঁসি,বুকে ধরপর,
প্রেমের কাঁটা ফুটলো পায়,গায়ে এলো জ্বর।
হাঁসিতে জাদু কাঁপে অন্তর,প্রেমঃ বন্যা প্রাণে,
এই কথা বুঝাবো কেমনে,যদি কেউ জানে?
ক্লাশ নাইনে পড়ি যখন,তুমি ক্লাশ টেন,
ভুলতে পাড়িনা সেই হাঁসি,মনে পড়ে কেন?
দোপাট্টা আমার উড়ে যায়,স্নিগ্ধ মৃদু বায়,
বুকে জ্বলে কাঠের আগুন,কি দিয়া নিভাই।
প্রাণের আকুতি রেখে প্রাণে,দীপ্ত আহবান,
এই হাতে হাত রাখো বন্ধু,করি নিবেদন।
বিজয়ের মাস সাক্ষী রেখে,করি পরিণয়,
দু’জন মিলে দম্পতি হয়ে,এক ঘরে রই।