কবিতা রোদ এনে দিল
ক্ষেতের আইল মুছে বানাল পিচ ঢালা পথ।
কবিতা জ্যোৎস্নাময় রাতকে আলেয়াতে ভরল
মরুভূমিকে নদীর মাঝির উপযোগী করে রাখল।


অতঃপর বুঝলাম,
কবিতা যা পারে তুমি তা পার না।
কবিতা যা কিছু কাড়ে তুমি তা ফিরিয়ে দিতে পার না।
তুমি শিউলির মালা হতে পার
গাছ তলায় ছড়িয়ে থাকতে পার না।


তুমি অথবা তোমার প্রেম কেবলই নেতিবাচক।