আজকাল সবসময় বড্ড বেশি ব্যস্ত থাকি আমি।
পারিবারিক, সামাজিক কিংবা বানিজ্যিক প্রেমী,
ডাকতে পার আমায় এগুলোর যে কোনও নামে,
কিংবা অন্য যে কোনও নতুন ও অভিনব নামে।
তাতে আমার কিছুই আজ আর যায় আসে না,
অথবা বলতে পার এসবের কিছুই আমি বুঝিনা।


ঠিক মনে পড়ে না কবে কখন জীবন ভেসেছে,
এই ব্যস্ততার বিরতিহীন মাতাল স্রোতের কাছে।
বাবার হাত ধরে এলোমেলো পায়ে পথ চলা,
তারপর বাক্য গঠনের চেষ্টায় বিভক্ত শব্দমালা,
কোনও একদিন বাবার সাথে স্কুলে যাওয়া,
তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে বুনে নেওয়া।
হতে পারে তখনই আমার ব্যস্ততার ভ্রমন,
কিংবা স্কুলের অলস সময় হারিয়েছি যখন!


কবে? কখন? এসব প্রস্নের উত্তর বিলুপ্তপ্রায়,
অথবা ব্যস্ততার সিঁড়িতেই তাদের অবক্ষয়!
আমার জীবন ভাসছে এখন জীবিকার তাগিদে,
মোহময়ী বিলাসিতা আর প্রয়োজনের নিনাদে।
এখন ভীষন মুল্যবান আমার সময়ের প্রতি পল,
দিনের উন্মেষ থেকে শুরু করে সন্ধ্যার প্রাক্কাল।
মনে পড়ে বাবাও পথ চলেছিল একই আবর্তে,
বহু যুগের ব্যবধানেও একই বিধি আছে মর্ত্যে।


হঠাৎ একদিন বিষাক্ত ছোবলে বাবার বিলুপ্তি,
আমিও চলে যাব ব্যস্ততা ছেড়ে, হবে সমাপ্তি।
তাই আমার কিছুই আজ আর যায় আসে না,
অথবা বলতে পার এসবের কিছুই আমি বুঝিনা।