আমার অনুভুতিরা আজ চেতনার ভীত ঘোড়ার সওয়ার,
আমার ভাবনারা দ্রুতগামী বাতাসের মতন ছুটছে বারবার,
বিকশিত স্বাচ্ছ্যন্দের খোলা আকাশে ধাবমান নব অপেক্ষারা,
সাজিয়েছে ভালবাসার দিগন্ত রেখায় বুভুক্ষ রক্তিম পসরা।


তোমার সাথে আমার দুরত্বের মুহুর্মুহু বৃষ্টিরা ধেয়ে আসে,
নিমেষেই রক্তিম ভাললাগার একক পোষাকটা ভিজে চুপসে,  
তবুও আমার আবেগের আংগিনায় আমাঙ্খারা ঝুলে থাকে,
নিঃস্ব অস্তিত্তের নরম মাটির সোদা গন্ধ্ব ভাসিয়ে এ বুকে।      


অনুভুতিতে আজ শুধু একান্ত একাকিত্বের শুনশান নিরবতা,  
এবং প্রত্যাশার শেষবিন্দু অবধী চুইয়ে পড়া এক অলসতা।  
উত্তপ্ত বেদনার শিশির ঘাম এখন আমার সর্বশরীর জুড়ে,    
অবশেষে নির্বিগ্নে বিশুদ্দ্ব মননের ঝরাপাতায় টুপটাপ পড়ে।  


নিলয়কোষ্টে এ কেমন ভালবাসার সংগীত মুর্ছনা ভীড় করে?
রক্তের মতন এ কোন অপার্থিব সুরের বর্ষন তাড়া করে?  
দিগন্তে আরও কত প্রতীক্ষার বিবষ যাতনা উড়তে পারে?
আবার কবে অযুত প্রশান্তির নিবিড় প্রেরনা আসতে পারে?


অপেক্ষার ঘুর্নিতে হারিয়ে গেছে এ শতাব্দির চিত্তের অনুরনন,
আছে শুধু চেতনার গভীর উপত্যাকায় হননের তীব্র শাষন।  
অথচ তবুও আমার নিঃশ্বাসের প্রবাহে বিচিত্র প্রেমের উত্তাপ,  
ভালবাসার অরন্যে বেচে থাকবার তীব্র এক উম্মাদ খরতাপ।