মরণ সবকিছু গ্রাস করে একথা সত্যি
বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি
দেখেছি শাসকের অনেক হম্বিতম্বি
কাছে টেনেছে আমাকে এই পাপের নগরী
অনিমেষ চোখের দিকে তাঁকিয়ে
ধ্বংসযজ্ঞের ভেতর বেঁচে থাকার স্বপ্ন দেখেছি
মৃত্যুযজ্ঞের মধ্যেও ওদের প্রতিশোধস্পৃহা কমেনি
মুমীতের শাস্তিকে ওরা একটুও ভয় করেনি
আগুন লেগেছে সেই বিশাল সাগরে
মানুষগুলো পরিণত হয়েছে নিরেট পাথরে।


*বিঃদ্রঃ মধ্য ইতালির তৎকারীন রাজা ওসকানের দ্বারা ইতালির পমপেই নগরীর গোড়াপত্তন হয় প্রায় খ্রীস্টপূর্ব ৬-৭ শতাব্দীর দিকে। এরপর খৃস্টাব্দ ৭৯ সালের ২৪ আগস্ট পমপেই শহরসহ শহরের ২০ হাজার অধিবাসী দিনে দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যে প্রায় ২০ ফুল অগ্নিলাভা আর ছাইভষ্মের নিচে বিলিন হয়ে যায়। প্রায় ১৭০০ বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরে থেকে যায়। অলেীকিকভাবে খৃস্টাব্দ ১৭৪৯ সালে সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পমপেই। জাতিসংঘের তথ্য অনুযায়ী বছরে প্রায় ২৫ মিলিয়ন টুরিস্ট এখানে ভ্রমণ করতে আসে।