তোমাকে লাগগালিচা সম্বর্ধনা দিব
বলে কত যুগের অবসান হলো আজ,
তোমাকে অভিবাদন হে প্রিয়তমা
আমার পৃথিবীতে তোমাকে স্বাগতম
তোমার জন্য এই বুকে জমা
আছে তপ্ত নিঃশ্বাস, গ্রীষ্ণের প্রচন্ড
দাবদাহে ঠান্ডা আরাম নিতে চলো
যাই বটগাছ তলায়, বটগাছের
শিকড়ে শিকড়ে মিশে যাব বলে-
রক্তের শিরায় শিরায় কম্পণ তুলতে-
পাখির সাথে গান গাইব বলে-
হেমন্তের শিশিরঝরা এই প্রভাতে
দিগন্ত বিস্তৃতি ধানক্ষেতের পথ ধরে
হাঁটতে হাঁটতে চলো এবার হারিয়ে যাই
তোমার বাবার একশ এক লাঠিয়াল
বাহিনী হন্যে হয়ে খুঁজবে...
তখন রাষ্ট্র হব তুমি-আমি।