ফেনী নদীর বাঁকে
মনটা আমার থাকে
সবুজ পাতার ফাঁকে
সরিষা ফুলের মাঝে


রাজ কুমারী হাসে
টিয়া পাখি গাছে
জল পড়ে পাতা নড়ে
বন্ধুর কথা মনে পড়ে


খোকার মনটা নড়ে
টাট্টু ঘোড়ায় চড়ে
দোয়েল পাখি গাছে
খুকি দেখে হাসে


দাদীর মুখটা পানে লাল
খোকার মুখটা গোলগাল
মায়ের শাড়ির আঁচলে
বাবার কঠিন শাসনে


কুয়াশা মোড়া চাদরে
প্রিয় বোনের আদরে
রাজ কুমার আসে
নতুন দুলার সাজে।