হেমন্তের এই সন্ধ্যায় মাকে পড়ছে
গোধূলির ঝলমলে রোদ্দুরে চারদিক যখন আলোকিত
তখন হৃদয়ে আমার রক্তক্ষরণ হয় অবিরাম
আজরাতে মাকে নিয়ে অসহ্য এক দুঃস্বপ্ন দেখেছি  
ইট-সুরকির শহরে বসে মায়ের কথা ভাবছি
মায়ের পানখাওয়া গোলগাল মুখ
টানাটানা মায়াবী চোখ
শুভ্র সাদা পায়ের পাতা
হৃদয় পটে রয়েছে আঁকা
কিছুতেই মাকে ভুলতে পারছি না
মায়ের চুড়ির শব্দ কানে বাজছে
মায়ের গায়ের গন্ধ নাকে লাগছে
জানালার পর্দার দিকে তাকালেই
জননীর বেগুনী শাড়ির ছবি ভেসে ওঠে
হেমন্তের সন্ধ্যায় মাকে মনে পড়ে
মায়ের কথা মনে হলে দু’চোখ বেয়ে অশ্রু ঝরে।