নিস্তব্দ নগরীর বিদ্ধস্ত আচরণে,
ভালো থেকেও ভালো থাকা হয়ে উঠে না।
নিজ অনুরূপ সৃষ্টি করেও
নিজের মতো বাঁচা...হয়ে উঠে না।
ইচ্ছেকৃত ব্যস্ততায় সহজলভ্য বিবরণ
বুঝাতে গিয়ে চুপসে যাই;বুঝানো হয়ে উঠে না।
মানুষের নিরব কন্ঠস্বর!
কেউ বুঝে তো কেউ বুঝে না।
একটা সময়...
দরজা ভেজানো হবে চিরতরে,
কন্ঠস্বর এপাড়-ওপাড় হবে না।
আমি 'শ্রোতা' মৃত্যুর 'স্রোতে' ভেসে
দূর থেকে হেসে অদৃশ্যে বিলীন হবো নির্বিশেষে!
লিখবো লিখবো ভেবে 'শেষ তিনটি শব্দ'
এখনও আমার লেখা হয়ে উঠে না।