সময় যায়,দিন পোহাই
প্রহর গুণছি অপেক্ষার!
আসবে তুমি?বলো,আসবে?
ঢেউহীন নদীর স্বপ্ন তীরে ।
আসবে তুমি?
বাঁশ বনের ফাঁকে আখি মেলে,
দেখবে তুমি!বলো,দেখবে?
আসবে তুমি?
শরতের রোমাঞ্চকর কাশবনে?
বসন্তের কোকিলের গানে?
গ্রীষ্মের আম বাগানে?
আসবে তুমি?
বলো?ভিজবে আমার সাথে বর্ষায়?
শীতে গাঁ ঢাকবে কুয়াশার চাদরে।
আসবে কি শীতে? বলো?
হেমন্তের কামিনী কি দিবে আমায়?
বলো? দিবে তুমি?
আসবে আমার একাকীত্বে?
আমার বিশ্বাস! আসবে তুমি।
সময় যায় , দিন পোহাই
অপেক্ষার প্রহরে বসে তাই!
আসবে তুমি।
আমার তুমিই আসবে।


..... এলিয়েন❤