সবাই স্বার্থপর...
স্বার্থের টানে মিথ্যে বলে,প্রয়োজন ফুরালেই
তুষার হয়ে গলে ।
সবাই স্বার্থপর...
স্বার্থের টানে যোগ বাদ দিয়ে,গুণে পা দিয়ে হৃদয় গুনে।
সবাই স্বার্থপর...
স্বার্থের টানে অভিনেতা হয়ে,কাছে গেলেই
পরিলক্ষিত সুস্পষ্ট-সুকর্মের ধ্যানে!
সবাই স্বার্থপর...
স্বার্থের টানে কাব্য কিংবা উপন্যাস পড়ে,
আর গল্প থেকে শব্দ খুঁজে আনে।
আমিও স্বার্থপর!
দুঃখ মিটানোর অভিযানে,
রাগ-অভিমানে কবিতা লিখি স্বার্থের টানে।