প্রতি ভোরে ভাঙ্গবে ঘুম ,
আশান্বিত! কার ডাকে?সে কে?
জানিনা ।
বিকেল নামলেই মৃদু হাওয়ার আবির্ভাব,
রবীন্দ্রনাথের গানে তাকে অনুভব ।
কিন্তুু সে কে? জানিনা ।
সন্ধ্যা পেরোলেই আধার আকাশে দৃষ্টিগোচর,
সূক্ষ্ম তারার মাঝে ও খুজেঁ বেড়াই।
কিন্তুু কাকে?সে কে? জানিনা ।
ঘুমোতে আসলে গল্প ভাবি,
বালিশ জড়িয়ে স্বপ্ন দেখার দাবি!
কিন্তুু স্বপনে কে? জানিনা ।
হঠাৎ হৃৎ-স্পন্দন বেড়ে
বক্ষ প্রসারিত!দীর্ঘ প্রশ্বাসের আনাগোনা।
কার কথা ভেবে? জানিনা ।
উত্তর জানা নেই!
সে কে?
জানি না।