সমস্ত সন্ধ্যার কোলাহল শেষে
হাজার মানুষের ভিড় মুহূর্তে
নিঃশেষিত হয়ে নির্জন বিশাল শূন্যতায়
নীরবে দাড়িয়ে তোমার আমার
ব্যবধানের পরিমাপ সমুদ্রের সুবিশাল ঢেউয়ের
মতো অসীম থেকে অসীমে যে
গভীর নীল-জলরাশি একেছিলো
সেখানে আর কেউ যেতে পারেনি,
সব আলো নিভে স্তব্ধ মহাশূন্যতা
দেখতে জেগে উঠেছিলো নক্ষত্ররাশি।।