স্বপ্ন বিনাশ
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
কাঙ্খিতের স্বপ্নগুলি অনাকাঙ্খি পদতলে
সৃষ্টিশীল দক্ষতার কর্মগুণ ধামাচাপা
নগ্নতার কালগ্রাস সভ্যতার পড়ে চাপা
বিশ্ববাসী ছারখার ভবসিন্ধু যাতা কলে।


চক্ষু মেলে সম্মুখীন দেখি যতো কৃতকর্ম
ভেঙে করে সবলয় লুটপাট মন্ত্রতন্ত্র
অন্ধবেগ তীর বিধে লুটে দের মূলমন্ত্র
ছিন্নবস্ত্র উকি দেয়  নগ্ন দেহ যাবে মর্ম।


সর্ব অঙ্গে বাড়ে জ্বালা স্বপ্ন গুলি পাদ মুড়া
পাপা গুণ্ডা করে ভবে রঙ্গ রসে হৃদ পূর্ণ
ন্যায় ভুলে গড়ে তারা বিশ্ব মাঝে পাপে পূর্ণ
সব কিছু বাধাহীন শক্তি রুপী নাড়ে কুড়া।


মহেন্দ্রাণী সত্যিকার ন্যায় পথে বাঁধি জ্ঞানে
সব ভুলে হাতছানি দিয়ে ডাকি তারে বলি
দাও খুলে দ্বার প্রভু সত্য পথে সদা চলি
হে ন্যায়ের ঝান্ডাধারী জয় করো অন্ত ধ্যানে।
                                ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ২৪/০২/২০২২
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪